আজঃ শনিবার ● ৩০শে চৈত্র ১৪৩০ ● ১৩ই এপ্রিল ২০২৪ ● ২রা শাওয়াল ১৪৪৫ ● রাত ১:০২
শিরোনাম

Byঃ মুক্তি বার্তা

অভিযান-১০ লঞ্চে অগ্নিকান্ডে আহতদের পাশে এমপি শাহে আলম

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে ছেড়ে আসা অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে আহতদের পাশে দাড়িয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। তিনি  ২৫ ডিসেম্বর শনিবার দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতালে অগ্নিকান্ডে আহতদের দেখতে গিয়ে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন ।  তিনি এসময় সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা থেকে আসা বার্ণ বিশেষজ্ঞদের সঙ্গে আহতদের উন্নত চিকিৎসার বিষয়ে আলোচনা করেন। এসময় বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল,বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বানারীপাড়ার আওয়ামী লীগ নেতা ডা.খোরশেদ আলম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বরগুনাগামী অভিযান-১০ লঞ্চটি ঝালকাঠির গাবখানের কাছাকাছি পোনাবালীয়া ইউনিয়নের দেউরী এলাকায় সুগন্ধা নদীতে থাকা অবস্থায় লঞ্চটিতে আগুন ধরে। পরে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দিয়াকুল এলাকায় লঞ্চটি ভেড়ানো হয়। রাতের আঁধারে নিজেরাই ঝাঁপিয়ে পড়ে যাঁরা প্রাণ বাঁচিয়েছেন তাঁদের বেশির ভাগই আহত ও দগ্ধ হয়েছেন। এ পর্যন্ত পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৩৯ জনের  লাশ উদ্ধার করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন