আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ১০:৪০
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ার আয়শা যেন গরীবের জীর্ণ কুটিরে চাঁদের আলো…

ফাইল ছবি

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার অদম্য মেধাবী আয়শা যেন গরীবের জীর্ণ কুটিরে চাঁদের আলো হয়েছে। এবছর এসএসসি পরীক্ষায় সে উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ভ্যান চালক কন্যা আয়শা ঠিকমতো তিন বেলা খেতে,ভালো পোশাক ও প্রাইভেট পড়তে  না পারলেও সে তার অদম্য ইচ্ছা শক্তি ও নিরলস অধ্যবসায় দিয়ে এ কৃতিত্ব অর্জণ করেছে। আয়শা অর্থাভাবে নিজে প্রাইভেট পড়তে না পারলেও অন্যদের প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়া চালিয়েছে। এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জণ করেও আয়শার মনে এতটুকু স্বস্তি নেই তার ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জণ করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে  দারিদ্রতা । নিত্য দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করা আয়শা ভবিষ্যতে প্রকৌশলী হয়ে উন্নত-সমৃদ্ধ সোনারবাংলা বির্নিমানে ভূমিকা রাখতে চায়। উপজেলার বাইশারী গ্রামের ৫ কন্যার জনক ভ্যান চালক মো. মজিবর সরদার ও গৃহিনী সালেহা বেগম মেয়ের এ সাফল্যে উচ্চ¦সিত হলেও আয়শার উচ্চশিক্ষার ব্যয়ভার বহন নিয়ে তাদের চোখে ঘোর অমানিশার অন্ধকার। ছেলে না থাকায় মেয়েদেরকে সুশিক্ষিত করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চায় তারা। এদিকে আয়শা তার এ সাফল্যে বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞ জানিয়ে ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনে মাদার অব হিউম্যানিটি  প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করছে।

ফেসবুকে লাইক দিন