আজঃ বৃহস্পতিবার ● ১২ই বৈশাখ ১৪৩১ ● ২৫শে এপ্রিল ২০২৪ ● ১৫ই শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৫:১০
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় স্কুলে স্কুলে বই বিতরণ

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে নতুই পাঠ্যবই বিতরণ করা হয়েছে। ১ জানুয়ারী শনিবার সকাল ১০টায় জাতীয় পুরস্কার প্রাপ্ত বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল  ইসলাম কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। এসময় বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,প্রধান শিক্ষক চন্দ্র শেখর দাস,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা সরকারি বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট ) স্কুলের শিক্ষার্থীদের মাছে বই বিতরণ করেন। এছাড়া উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এদিকে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত ও উচ্চ¦সিত ।

ফেসবুকে লাইক দিন