আজঃ শুক্রবার ● ১৫ই চৈত্র ১৪৩০ ● ২৯শে মার্চ ২০২৪ ● ১৮ই রমযান ১৪৪৫ ● দুপুর ২:৩৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

হিন্দু-মুসলমান এক বৃন্তে দুটি ফুল …..এমপি শাহে আলম

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউনিয়নের পশ্চিম তেতলা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ও মনোহর পাগল সেবাশ্রমের ২৪ প্রহর ব্যপী নাম কীর্ত্তণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. শাহে আলম। এসময় তিনি বলেন, হিন্দু-মুসলমান এক বৃন্তে দুটি ফুল।  হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য যতই ষড়যন্ত্র  করা হোক না কেন, সংখ্যালঘু ভাই ও বোনদের সুখে-দুখে পাশে ছিলাম,আছি ও আমৃত্যু থাকবো। এদিকে মন্দির প্রাঙ্গণে নাম কীর্ত্তণ চলা কালীন সময় হাজারো সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ তাদের প্রিয় সাংসদকে কাছে পেয়ে আবেক আপ্লুত হয়ে পড়েন। নারী ভক্তরা উলুধ্বনির মাধ্যমে অনুষ্ঠান স্থলকে মুখরিত করে তোলেন।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা  কৃষিবিদ ডা. খোরশেদ আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার, সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও উদয়কাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মামুন-উর-রশিদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা, আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক, কবি  রুহুল আমিন চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস,মশিউর রহমান সুমন ও আহম্মেদ সাইফুল, পৌর পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমম রায় সুমন,সনাতনী যুব পরিষদের সাধারণ সম্পাদক রিপন বনিক, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিক শাহিন,সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন,উপজেলা ছাত্রলীগ নেতা উৎপল শাখারী প্রমূখ।

ফেসবুকে লাইক দিন