By: মুক্তি বার্তা
চাখারের সাবেক চেয়ারম্যান খিজির সরদারের বড় ভাইয়ের ইন্তেকাল
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশালের বানারীপাড়ায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের সাবেক চেয়ারম্যান খিজির সরদারের বড় ভাই সাবেক খাদ্য কর্মকর্তা মো. হাতেম আলী সরদার (৮০) বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৩টা ২০ মিনিটের সময় বার্ধক্যজনিত কারনে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে,এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারী ) সকাল ১০টায় চাখারের নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম,ওসি মো. হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সাংগঠনিক সম্পাদক ও চাখারের ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু,সদস্য ডা. খোরশেদ আলম সেলিম,ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাইয়ান,উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও চাখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. মালেক হাওলাদার,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা, যুবলীগ নেতা স্বপন মাঝী,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব হোসেন মহসিন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে তার মৃত্যুতে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।