আজঃ শনিবার ● ৭ই বৈশাখ ১৪৩১ ● ২০শে এপ্রিল ২০২৪ ● ১০ই শাওয়াল ১৪৪৫ ● সকাল ৬:০২
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় বিনামূল্যে বাইসাইকেল পেলেন ৬৫ গ্রাম পুলিশ

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় ৬৫ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের বরাদ্দকৃত  ও বরিশাল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন এ বাইসাইকেল বিতরণ করে। ২৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও রিপন কুমার সাহা উপজেলার ৮ ইউনিয়নের ৬৫ জন গ্রাম পুলিশ ( চৌকিদার ও দফাদার) সদস্যের কাছে এ বাইসাইকেল হস্তান্তর করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, এ সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরও গতিশীল হবে। উপজেলা ও থানা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সব তথ্য তারা প্রত্যন্ত  গ্রামে গ্রামে  দ্রুত পৌঁছে দিতে পারবে। মূলত গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের ক্ষেত্রে গতি আনতে ও নাগরিকদের সেবা  প্রদান সহজতর করতে এ বাইসাইকেল বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে গ্রাম পুলিশ সদস্যরা বাইসাইকেল পেয়ে খুশি হলেও এর মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

ফেসবুকে লাইক দিন