আজঃ মঙ্গলবার ● ২৮শে অগ্রহায়ণ ১৪৩০ ● ১২ই ডিসেম্বর ২০২৩ ● ২৬শে জমাদিউল-আউয়াল ১৪৪৫ ● রাত ১:৪৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

চৌগাছা ৩৪ টি অবৈধ মোটরসাইকেল আটক

ফাইল ছবি

শ্যামল দত্ত(যশোর) চৌগাছা থেকে ঃ যশোরের চৌগাছা নিবন্ধন বিহীন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে ৩৪  টি জব্দ করেন ট্রাফিক পুলিশ। বুধবার (আগষ্ট) সকাল  ৯ টা  থেকে বিকাল ৫ টা পর্যন্ত ট্রাফিক পুলিশ যশোরের টি আই আরিফুল হোসেন, টি এস আই মাসুম আহমদ ,এ টী  এস‌ আই  কামরুজ্জামান নেতৃত্বে শহরের বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করেন মোটরসাইকেল মালিকের নামে মামলা দেওয়া হয়। যশোর ট্রাফিক পুলিশ টি আই  আরিফুল হোসেন বলেন যেসব মোটরসাইকেলে নিবন্ধন লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এই সব মোটরসাইকেল আটক করা হয়েছে। চৌগাছা থানার   ডিউটি অফিসার এস আই জিরফিন
খাতুন বলেন চৌগাছা থান ৩৪ টি মোটরসাইকেল থানায়  হেফাজত দিয়েছেন। অবৈধ মোটরসাইকেল অভিযানে চৌগাছা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সবুজ সার্বিক সহযোগিতায় করেছেন।

ফেসবুকে লাইক দিন