আজঃ শনিবার ● ১৪ই বৈশাখ ১৪৩১ ● ২৭শে এপ্রিল ২০২৪ ● ১৭ই শাওয়াল ১৪৪৫ ● বিকাল ৫:১৬
শিরোনাম

Edit By: মুক্তি বার্তা

রিফাত খান রাজীবকে শুভ জন্মদিনে “মুক্তি বার্তা”র পক্ষ থেকে শ্রদ্ধা

চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব

শুভ জন্মদিনে শ্রদ্ধা

মাষ্টার আব্দুল আলীম (সম্পাদক-মুক্তি বার্তা)

রাত পোহালে বাজে সানাই
          তোমাকে ভাই বার্তা জানাই,
ভাবতে বড় অবাক লাগে,
         করোনার মাঝেও তোমার সাজে।

অফিসার ইনচার্জ রিফাত খান রাজীব

কতো মনের আগর বাতি
         তুমি করলে সহায় জ্যোতি,
এমনও দিনে তাইতো বলি
         গর্বিত আমরা দেখে তোমার বিদ্যা থলি।

সর্বক্ষণে জীবন চলার সাথী

ভাগ্যে তোমার যেটা ছিলো
          বিধাতা তোমার সেটায় দিলো।
তাই তো কন্ঠে আবেগ মনে
          গেয়ে যায় ক্ষণে ক্ষণে,
শুভ শুভ, শুভ দিন
       শুভ হোক তোমার জন্মদিন।

পৃথিবীর সবচেয়ে আপনজন মায়ের সাথে

এই ধরাতে তোমায় দেখে
       যে দিন তোমার বাবা- মা
শুন্য হাতে কোলে তুলে
       বললো তোমায় সোনা সোনা।
বলেছিলো সেদিন আরও কতো
       সু পথে তুই বড়ো হতো,
আজকে তুমি তেমনি একজন
        বাবা-মায়ের গর্বেরই ধন।

চৌগাছাতে প্রথম আগমনে শুভেচ্ছা নিবেদন

আজকে বাবু তুমি যাহা
      চারিদিকে করছো তাহা,
বিবেক টানে যাচ্ছো করে
      নতুন নতুন নিত্য সাহা,
দেখলে ভাইগো অবাক লাগে,
       দিচ্ছি শুধুই বাহা বাহা।

মাদক বিরোধী আলোচনা সভায়

এই ধরনীর চৌগাছাতে
       তোমায় দেখি দিনে- রাতে,
যাচ্ছো তুমি বীরের সাজে,
        আনছো ধরে যারা বাজে।

দশ টাকায় পারের সাকো পুনরুদ্ধার করে সাধারণকে সহায়তা

এমনি এক ব্যক্তি তুমি
        বাবা-মায়ের গর্ব চুমি,
সাধারণের সহায় জানি,
        খুশিতে ভরে জন্মভূমি।

সপরিবারে চৌগাছার পানিগ্রাম রিসোর্টে

তাইতো ভাইগো আবার বলি
        নিত্য নতুন কথার বুলি,
ঘুম ভাঙানো পাখিগুলি
        বললো আমায় শোনো কলি-
আজকের সেদিন জন্মিলো যাহা
        তাতে আছে “রিফাত খান রাজীব” ভাইয়া,
উঠে বসে কলম ধরো
        wish করো-যা পারো তাহা।

মাদকের বিরুদ্ধে যোদ্ধা

না বললেই নইগো ও ভাই
        করেই যাচ্ছো আইনের লড়ায়,
তুমি যে ঐ দুঃস্থের ডাক—
তুমি যে ঐ দূর্বলের সবল—
তুমি যে ঐ ভূমিহীনের বন্ধূ—
তুমি যে ঐ ভূমিদস্যুর ত্রাস—
তুমি যে ঐ নির্যাতিত, নিপিড়িত নারীর গর্ব–
তুমি যে ঐ কালোবাজারির বিরুদ্ধে শোচ্চার—
তুমি যে ঐ নির্যাতিত বৃদ্ধ বাবা-মায়ের সহায়।

আসিয়া বেগম নামে বৃদ্ধাকে পারিবারিক জমি সংক্রান্ত সহায়তা

তুমি যে ঐ……
মাদকের বিরুদ্ধে এক মস্ত বড় যোদ্ধা,
সবকিছু মিলে যা করছো ধরায়
তাইতো আজ বৃদ্ধরা করে তোমার বড়ায়

করোনা মহামারীতে সকলকে সচেতনতায় প্রচারণা- করোনা যোদ্ধা রিফাত খান রাজীব

আমিও তাই জন্মদিনে “মুক্তি বার্তা পক্ষ থেকে জানাই—–
শুধু- ভক্তি, সম্মান আর শ্রদ্ধা।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন