আজঃ শুক্রবার ● ১৫ই চৈত্র ১৪৩০ ● ২৯শে মার্চ ২০২৪ ● ১৮ই রমযান ১৪৪৫ ● সকাল ১০:৫৭
শিরোনাম

By: মুক্তি বার্তা

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন পুলিশ প্রধান 

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ।
বুধবার সকালে ১৯ নাম্বার ঘোনারপাড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
৮ এপিবিএন এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া)মোঃ ফারুক আহমেদ সন্ধ্যা ৬ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
পরিদর্শনকালে আইজিপি সাথে উপস্থিত ছিলেন মোঃ আতিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম (বার), অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; ড. হাসান উল হায়দার, বিপিএম, অ্যাডিশনাল আইজি, এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা; জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম, ডিআইজি (এফডিএমএন) কক্সবাজার; ৮ এপিবিএন এর অধিনায়ক মোঃ আমির জাফর বিপিএম মহোদয়সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ক্যাম্পে পৌঁছালে এপিবিএন এর একটি সু-সজ্জিত দল আইজিপিকে ফুলের তোড়া দিয়ে  অভিবাদন প্রদান করে। অভিবাদন শেষে আইজিপি এবং অতিরিক্ত আইজিপি ঘোনারপাড়া পুলিশ ক্যাম্প চত্বরে গাছের চারা রোপন করেন। পরিদর্শন শেষে আইজিপি অধিনায়ক, ৮ এপিবিএন এর কার্যালয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কক্সবাজারে কর্মরত এপিবিএন এর অফিসারদের সাথে মতবিনিময় করেন।
মু/আ/বা

ফেসবুকে লাইক দিন