আজঃ রবিবার ● ২৮শে পৌষ ১৪৩২ ● ১১ই জানুয়ারি ২০২৬ ● ২১শে রজব ১৪৪৭ ● দুপুর ২:৫০
শিরোনাম

By: মুক্তি বার্তা

টেকনাফে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেপ্তার

ফাইল ছবি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের লেঙ্গুরবিল চাঞ্চল্যকর নুরুল আবসার হত্যা মামলার ২ নম্বর আসামী মো. জাবের (২৬) কে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
র‌্যাব-১৫, অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, বৃহস্পতিবার ৪ মে সন্ধ্যায় র‌্যাব-১৫, এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় অভিযান পরিচালনা করে টেকনাফের লেঙ্গুরবিলের চাঞ্চল্যকর নুরুল আবসার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামী উক্ত ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. জাবের (২৬) কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিঙ্গাসাবাদে গ্রেফতারকৃত আসামী মো. জাবের উক্ত মামলার সাথে জড়িত মর্মে স্বীকার করে এবং গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করছিল। গ্রেফতারকৃত আসামী মো. জাবের এর বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত টেকনাফ মডেল থানার মামলা নম্বর-৭৮/২৭০, তারিখ-৩০/০৪/২০২৩, ১৮৬০ সালের পেনাল কোড ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে। গ্রেফতারকৃত এজাহারভুক্ত আসামী সংক্রান্তে পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন