আজঃ রবিবার ● ২৮শে পৌষ ১৪৩২ ● ১১ই জানুয়ারি ২০২৬ ● ২১শে রজব ১৪৪৭ ● সকাল ১০:২৭
শিরোনাম

কবিতা- “কৃষক”

কৃষক
       কেয়ন ইমরান
কৃষক! ইহারা খাঁটি শ্রমজীবী।
তেজোদীপ্ত, সত্যে ইহারা রবি।
কায়ক্লেশে দিন করিয়া পরিহার
বিন্দুমাত্র নাই তাহার অহংকার।
ফসলের মাঠ সবুজ-শ্যামল,
ইহাদের করে হইল কোমল।
ইহারা কৃষক, ইহারা চাষী।
তৎপর ফুটাইতে মুখে হাসি
মহাজনের।
ইহারা ব্যবহারে হয় বিনয়ী,
অন্যের হিতে দীপ্ত কালজয়ী।
তোমা নিকট ইহারা চাষা,
তবুও জীবন-রণে ইহারা খাসা।
হইতে পারে বিত্তে রিক্ত,
পূর্ণতার অধিকারী ইহাদের চিত্ত।
ইহারা জোগায় সকলের আহার।
বৃষ্টিতে ভিজিয়া রৌদ্রে শুকাইয়া
আপন কায়া।
শস্য পরিবেশনে বাঁচায় জীবন,
মৃত্তিকার বক্ষে সোনার ফলন।
মাঠের দুলাল সে যে-
থাকে প্রফুল্লিত সকল কাজে।
নাই নিদ্রা, চিন্তায় মগ্ন,
কখন আসিবে সেই লগ্ন!
উঠিবে ফসল, হইবে নবান্ন।
পড়িবে সাজ সাজ রব
জাগিবে ধরা।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন