By: মুক্তি বার্তা
বানারীপাড়ায় গ্রাম পুলিশের নেতৃত্বে বৃদ্ধ-বৃদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ
রাহাদ সুমন,বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি ॥
বরিশালের বানারীপাড়ায় চৌকিদারী (গ্রাম পুলিশ) ক্ষমতায় এক বৃদ্ধ-বৃদ্ধা দম্পতিকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে শুক্রবার আহত দিন মজুর সালেক বেপারী (৬৫) বাদী হয়ে বানারীপাড়া থানায় ৫ জনকে আসামী করে লিখিত অভিযোগ করেছেন। আসামীরা হলো চৌকিদার খালেক বেপারীর ছেলে ইকবাল বেপারী (৩৫), খালেক বেপারী (৬২), হাসানাত বেপারী (৩০), রুনা বেগম (২০), লুৎফা বেগম (৫০)। এছাড়াও আরও ৩/৪জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাগেছে বাদী ও আসামীরা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের করপাড়া গ্রামের একই বাড়ির পাশাপাশি বসত ঘরে বসবাস করছেন। দীর্ঘদিন পর্যন্ত দু’পক্ষের মাঝে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। বাদীর সন্তানরা ঢাকায় শ্রমিকের কাজ করে। ঘটনার দিন ১৪ ডিসেম্বর সোমবার বৃদ্ধ সালেক বেপারী ও তার স্ত্রী পারুল বেগম মাগরিবের নামাজ আদায় শেষ করার পরপরই সৈয়দকাঠি ইউনিয়নের চৌকিদার খালেক বেপারীর নেতৃত্বে আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসত ঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় বৃদ্ধ সালেক বেপারী বসত ঘরের বারান্দায় এসে গালাগাল করতে নিষেধ করলে আসামী হাসানাত বেপারী বারান্দায় প্রবেশ করে তাকে বেধম মারধর করে । এক পর্যায় তাকে টানা হেছড়া করে উঠোনে বের করে এনে মারধর করা হয়। তার ডাকচিৎকার শুনে স্ত্রী পারুল বেগম তাকে রক্ষা করতে এগিয়ে আসলে চৌকিদার খালেক বেপারী বাঁশের লাঠি দিয়ে তাকেও বেধরক পিটিয়ে জখম করে। আসামী ইকবাল বেপারী বৃদ্ধ সালেক বেপারীর মাথার ওপরে আঘাত করলে তার মাথা ফেটে রক্তাক্ত হয়। আসামী রুনা বেগম বৃদ্ধা পারুল বেগমের চুলের মুঠি ধরে কিল ও ঘুষি মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় অপর আসামী ইকবাল বেপারী তার গলায় থাকা ১২ আনা স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।
আহতদের ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে আসামীরা তাদের সামনেই খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মুবার্তা/এস/ই

