আজঃ বৃহস্পতিবার ● ৮ই কার্তিক ১৪৩২ ● ২৩শে অক্টোবর ২০২৫ ● ২৯শে রবিউস-সানি ১৪৪৭ ● ভোর ৫:২৪
শিরোনাম

By মুক্তি বার্তা

অবশেষে সেনা কর্মকর্তা সিনহা হত্যার মামলা করলেন তার বোন

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় মামলা দায়ের করবেন কে? এমনই একটা গুঞ্জন চলছিলো। অবশেষে প্রস্তুতি শেষে মামলা করেছেন সিনহার বোন শারমিন শাহরিয়া।

বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দাখিল করেন তিনি।

অ্যাডভোকেট মো. মোস্তফার নেতৃত্বে এ মামলা দাখিল করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে এসে একটি মাইক্রোবাসে করে কক্সবাজার জেলা প্রশাসনের সামনে পৌঁছান মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া। সেখানে অ্যাডভোকেট মো. মোস্তফার চেম্বারে অবস্থান করে মামলার প্রস্তুতি নেন তিনি। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও ছিলেন।

ফেসবুকে লাইক দিন