আজঃ বৃহস্পতিবার ● ২৮শে ভাদ্র ১৪৩১ ● ১২ই সেপ্টেম্বর ২০২৪ ● ৮ই রবিউল-আউয়াল ১৪৪৬ ● বিকাল ৩:৪৮
শিরোনাম

দেশের সকল জেলা, উপজেলা, হাসপতাল, ক্যাম্পাস এবং বিদেশে প্রতিনিধি নিয়োগ

প্রবাসসহ সারাদেশে অনলাইন পত্রিকা মুক্তি বার্তা’য় নিয়োগ:


জনপ্রিয় নিউজ পোর্টাল “মুক্তি বার্তা”এর জন্য প্রবাসসহ সারাদেশে প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে।
সারাদেশের বর্তমান ঘটনা, জাতীয়, শিক্ষা, প্রশাসন, রাজনীতি, ক্রীড়া, আন্তর্জাতিক, বিনোদন, অর্থনীতি, প্রযুক্তি, শিল্প সংস্কৃতি ও অন্যান্য সকল ঘটনার বিশদ ও বিশ্লেষনের মাধ্যমে খবর প্রকাশ করে থাকে “মুক্তি বার্তা”
তৃনমূলে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার স‌ঠিক সংবাদ সবার নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যে “মুক্তি বার্তা” প্রবাসসহ সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ দিচ্ছে।

পদের নাম : প্রবাস/ জেলা/ উপজেলা/কলেজ/বিশ্ববিদ্যালয়/ ক্যাম্পাস প্রতিনিধি।

কাজের বিবরণী: প্রতিনিধিগনকে নিজ অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা সমূহের ছবি ও আলোচনা সাপেক্ষে বিস্তারিত লিখে আমাদের জিমেইলে প্রেরণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন মাধ্য‌মিক বা সমমান।
অভিজ্ঞতা : অভিজ্ঞতার প্র‌য়োজন নেই, তবে তথ্যপূর্ণ লেখা দেওয়ার ক্ষমতা থাকতে হবে।
বয়স: ২৫ থেকে ৫৫ বছর।
কর্মস্থল: নিজ জেলা, উপজেলা, কলেজ অথবা নিজ ক্যাম্পাস।
আগ্রহী প্রার্থীগনকে আবেদন পত্রের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত জীবনবৃত্তান্ত ই মেইল করার অনুরোধ করা হল।
আমাদের ইমেইল: muktibarta121@gmail.com

শর্তসমূহ:
**. লেখা অবশ্যই ইউনিকোডে লিখে পাঠাতে হবে।
**. বিজ্ঞাপন দেওয়ার মানসিকতা থাকতে হবে।
**. বিজ্ঞাপনের ৫০% প্রতিনিধি কে কমিশন দেওয়া হবে।
১.কর্মরত জেলা ও উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২.নিজের স্মার্টফোন থাকতে হবে এবং মোবাইলে সংবাদ লিখতে পারতে হবেে।
৩.নিজের ব্যবহৃত একটি জিমেইল/ ইমেইল একাউন্ট ও একটি ফেইসবুক আইডি থাকতে হবে।
৪.অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
৫.অন্য কোন অনলাইন পত্রিকায় কাজ করা যাবে না।
৬.কপি নিউজ করা যাবে না।
৭.পুরাতন নিউজ করা যাবে না।
৮.দুনী‌তির সংবা‌দে যথাযথ প্রমান পাঠাতে হবে।
৯.মাসে অন্তত দুটি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
১০. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে।
১১.স্থানীয় মানুষের সাথে পরিচিতি বাড়াতে হবে।
১২.রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা বিরোধি নিউজ করা যাবে না।
১৩. কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না।
১৪.সাংবাদিক পরিচয়ে হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাদাবাজি করা যাবে না।
১৫.সাংবাদিক পরিচয় দিয়ে অ‌ফিস আদাল‌তে দালালি করা যা‌বে না।
১৬. নিয়োগের পরে প্রতিনিধি গ্রুপে এ্যাড করা হবে। সুবিধা-অসুবিধা সেখানে আলোচনা করা যাবে।

নিয়োগ প্রক্রিয়া:
পাঠানো আবেদন যাচাই বাছাই করে কেবল যোগ্যদের সাথে যোগাযোগ করা হবে এবং নির্বাচিতদের নিয়োগ পত্র ও আইডি কার্ড প্রদান করা হবে।
অন্যান্য সুযোগ সুবিধা সময় অনুযায়ী নোটিশ আকারে জানানো হবে।

প্র‌য়োজ‌নে: 01718943797

ফেসবুকে লাইক দিন