আজঃ বৃহস্পতিবার ● ১৫ই কার্তিক ১৪৩২ ● ৩০শে অক্টোবর ২০২৫ ● ৭ই জমাদিউল-আউয়াল ১৪৪৭ ● সকাল ৯:৪২
শিরোনাম

By মুক্তি বার্তা

কর্ণফুলী নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
নিহতরা হল- ফিরিঙ্গি বাজার আলকরণ এলাকার দোলন দাশের ছেলে জিতু দাশ (১৬) ও বন্দনা দাশের ছেলে কঙ্কন দাশ (১৫)।
বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
কর্ণফুলী নদীতে ডুবে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহিদ চৌধুরী।
তিনি বলেন, দুপুরে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমেছিল দুইজন। এদের মধ্যে একজন ডুবে যেতে দেখে অন্যজন তাকে উদ্ধার করতে এগিয়ে যায়। এক পর্যায়ে দুজনেই ডুবে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবরি দল গিয়ে প্রায় এক ঘণ্টা ধরে নদীতে তাদের খোঁজে। শেষে দুজনকেই উদ্ধার করা হয়।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন