By: মুক্তি বার্তা
ট্রাকের ধাক্কায় ৩য় শ্রেণির শিক্ষার্থী নিহত
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ আল মামুন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছ। সে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের মৃত কাঠু মিয়ার পুত্র এবং আন্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র।
রবিবার বিকাল ৪.৪৫ মিনিটের দিকে উপজেলার পুড়াপাড়া-আন্দুলিয়া সড়কের একটি রাইচ মিলের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আন্দুলিয়া গ্রামের মৃত কাঠু মিয়া ছেলে গ্রামের প্রাইমারি স্কুলের ৩য় শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মামুন নিজেদের কুমড়ো বড়ি কুটতে গ্রামেরই রাস্তার পাশে অবস্থিত একটি রাইচ মিলে যায়। সেখানে পৌছানো মাত্রই একটি দ্রুতগতির ট্রাক তার সাইকেলে ধাক্কা দিলে সে পিচ রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা কারো বিরুদ্ধে কোন অভিযোগ দিতে না চাওয়ায় এরিপোর্ট লেখার সময়ে তাকে দাফনের প্রস্তুতি চলছিল।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে তারা তিন বোন ও এক ভাই ছিল। মামুন গর্ভে থাকতেই তার বাবা মারা যায়। সেই পরিবারের ছোট ছেলেটির এভাবে মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাস্থল থেকে চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুবার্তা/এস/ই

