By: মুক্তি বার্তা
চৌগাছায় রাটস যশোরের আলোচনাসভা
চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় রাইটস যশোরের সহযোগীতায় নারীর প্রতি সহিংসতাও বাল্য বিয়ে প্রতিরোধ প্রকল্পের আওতায় ত্রিমাসিক রিপোট নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০ টায় মা ও শিশু উন্নয়ন সংস্থার অফিসে উপজেলা নারী ভাইস চেয়ার ম্যান নাজনীন নাহারের সভাপতিত্বে রাইটস যশোর এর প্রকল্পকর্ম কতার্র পরিচালনায় আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন পৌর কাউন্সিলর হাচানুর রহমান, স্বপনীল সংস্থার পরিচালক সাহাজ্জেল হোসেন, সমাজ সেবক রাফেজা খানম,আলাউদ্দীন প্রমুখ।
মুবার্তা/এস/ই
