By: মুক্তি বার্তা
উজিরপুরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনি
জানা গেছে উপজেলার শোলক ইউনিয়নের কাংশী গ্রামের আনিচুর রহমান হাওলাদারের মেয়ে এইচ.এস.সি পড়ুয়া ছাত্রী আফরিন আক্তার (১৭) কে গত বুধবার রাতে তার মা লিপি বেগম লেখাপড়া নিয়ে রাগারাগি করেন। এতে অভিমান করে ওই ছাত্রী নিজের বসতঘরের দোতলায় আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রথমে তার মা মেয়ের ঝুলন্ত লাশ
দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন ও স্থানীয়রা জড়ো হয়। পরে থানা পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক ভাবে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ প্রসঙ্গে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মায়ের সঙ্গে অভিমান করে ওই কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তারপরেও তার প্রকৃত মৃত্যুরহস্য উদঘাটনে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
মুবার্তা/এস/ই

