আজঃ বৃহস্পতিবার ● ১৫ই কার্তিক ১৪৩২ ● ৩০শে অক্টোবর ২০২৫ ● ৭ই জমাদিউল-আউয়াল ১৪৪৭ ● বিকাল ৪:৩৬
শিরোনাম

By: মুক্তি বার্তা

স্বরূপকাঠিতে জোড়া লাগানো জমজ শিশুর জন্ম! 

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি :: পিরোজপুরের স্বরূপকাঠিতে বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো যমজ শিশু সন্তানের জন্ম দিয়েছেন এক নিম্ন মধ্যবর্তী পরিবারের নারী। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিন বয়ারুলা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী। ১৬ মার্চ

মঙ্গলবার দুপুরে উপজেলার এপেক্স ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ওই জমজ ছেলে শিশুর জন্ম হয়। প্রসূতি মা কিছুটা ভাল থাকলেও জন্ম দেয়া নেয়া ওই জমজ শিশু দুটির অবস্থা তেমন একটা ভালনা বলে জানিয়েছেন পরিবারের স্বজনরা।সংশ্লিষ্ট চিকিৎসক বলেছেন, শিশু দুটিকে আলাদা করার কোনো উপায় নেই। এছাড়া তাদের অবস্থাও তেমন একটা ভাল না। তাই উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এদিকে জমজ জোড়া লাগানো শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা ওই ক্লিনিকে ভীড় জমায়।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন