আজঃ বৃহস্পতিবার ● ১৫ই কার্তিক ১৪৩২ ● ৩০শে অক্টোবর ২০২৫ ● ৭ই জমাদিউল-আউয়াল ১৪৪৭ ● দুপুর ১২:২৮
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায়  চুরির চার দিনেও গরু ৪টি উদ্ধার হয়নি

ফাইল ছবি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায়  ৪টি গরু চুরির চার দিনেও গরুগুলো উদ্ধার কিংবা জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত,উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের রফিকুল ইসলামের দু’টি গাভী ও পার্শ্ববর্তী বাড়ির  তার খালাতো ভাই আনোয়ার হোসেন সিকদারের দুটি ষাড় গরু  ১৪ মার্চ রোববার গভীর রাতে দুর্বৃত্তরা গোয়াল ঘর থেকে চুরি করে নিয়ে গেছে। ১৫ মার্চ সোমবার ভোরে তারা গোয়াল ঘরে গিয়ে গরুগুলো দেখতে না পেয়ে চুরির বিষয়টি টের পান।  চুরি হওয়া ষাড় গরু দু”টির আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা ও গাভী দু”টির মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে এর মালিক রফিকুল ইসলাম ও আনোয়ার হোসেন সিকদার জানান। গরুর মালিক রফিকুল ইসলাম জানান কর্মসংস্থান ব্যাংক থেকে ২ লাখ টাকা ঋন নিয়ে তিনি দু’টি গাভী ক্রয় করেছিলেন। গাভী দু’টি চুরি হয়ে যাওয়ায় এখন কিভাবে  ওই ঋন পরিশোধ করবেন  এ দুশ্চিন্তায় তার দু’চোখে অমানিশার ঘোর অন্ধকার।
 এদিকে এ ব্যাপারে বানারীপাড়া থানায় পৃথক দু”টি সাধারণ ডায়েরী করা হলেও গত ৪দিনেও চুরি হয়ে যাওয়া গরু ৪টি উদ্ধার কিংবা এর সঙ্গে জড়িতদের চিহৃিত করে গ্রেফতার  করতে পারেনি পুলিশ ফলে  গরুর খামারীদের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে।  এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন চুরি হওয়া গরুগুলো উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের চিহৃিত করে আটক করতে কাজ করছে পুলিশ।
মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন