আজঃ শুক্রবার ● ১৬ই কার্তিক ১৪৩২ ● ৩১শে অক্টোবর ২০২৫ ● ৭ই জমাদিউল-আউয়াল ১৪৪৭ ● রাত ৪:২০
শিরোনাম

By: মুক্তি বার্তা

বানারীপাড়ায় সততা ও ত্যাগের মূল্যায়ন পেলেন  মুজিব অন্তঃপ্রাণ সিদ্দিক মাষ্টার ও শ্যামল চক্রবর্তী

ফাইল ছবি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় আদর্শ.ন্যায়নিষ্ঠতা,সততা ও ত্যাগের মূল্যায়ন পেলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও  চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার এবং বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ক্রীড়া শিক্ষক ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী। আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নে সিদ্দিকুর রহমান মাষ্টার ও বাইশারী ইউনিয়নে শ্যামল চক্রবর্তীকে নৌকার মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে তাদের এ মূল্যায়ন করা হয়। সৎ রাজনীতিকের পথিকৃৎ ও আদর্শবান শিক্ষক মুজিব অন্তঃপ্রাণ এ দু”নেতা নৌকার টিকিট পাওয়ায়  স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মী ও সমর্থকসহ এলাকার সর্বস্তরের মানুষ উচ্ছ্বসিত ও আনন্দিত। অনেকেই এ খবরে এলাকায় মিষ্টি বিতরণ করেছেন ও দোয়া মিলাদ পড়িয়েছেন,বের করেছেন আনন্দ মিছিল। সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব সৎ ও নির্মোহ রাজনীতিকের পথিকৃত সিদ্দিকুর রহমান মাষ্টার ১৯৯৪ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সলিয়াবাকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সুশৃঙ্খল ও শক্তিশালী সংগঠনে রূপান্তর করেন। ২০১২ সালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে তিনি সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাংগঠনিক সম্পাদক,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং সলিয়াবাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে আসীন রয়েছেন। তার পিতা আঃ রশিদ মোল্লা আমৃত্যু সলিয়াবাকপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার শ্বশুর আঃ মাজেদ হাওলাদার সলিয়াবাকপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবিনাশী আদর্শের অগ্রসৈনিক বিশিষ্ট শিক্ষানুরাগী সিদ্দিকুর রহমান মাষ্টার বিএনপি-জামায়াত জোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিটি আন্দোলন-সংগ্রামে নেতৃত্বের সন্মূখ সারিতে ছিলেন। আর এ কারণে তাকে মিথ্যা মামলায় কারাবরণসহ নানাভাবে হয়রানির শিকার হতে হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পরে বিএনপি ক্যাডারদের হুমকির কারণে দু’মাস তিনি তার কর্মস্থল চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ে যেতে পারেননি। পরে চাখারের তৎকালীন চেয়ারম্যান ও গডফাদারখ্যাত বিএনপি নেতা মজিবর রহমানকে ৭০ হাজার টাকা চাঁদা দিয়ে তাকে কর্মস্থলে যেতে হয়। এদিকে  প্রকৃত সাদা মনের মানুষ বঙ্গবন্ধুর অবিনাশী আদর্শের অগ্রসৈনিক শ্যামল চক্রবর্তী ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে লাল-সবুজ পতাকা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জনের লক্ষে মৃত্যুকে পায়ের ভৃত্য মনে করে সম্মুখ সমরে অংশগ্রহণ করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনেন। ৮০’র দশকে তিনি সৈয়দ বজলুল হক কলেজে শিক্ষকতা শুরু করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ ও লালন করতে গিয়ে এবং বিএনপি-জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থাকায় বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতনসহ নানাভাবে হয়রানির শিকার হতে হয়। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পরে শ্যামল চক্রবর্তী ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বর নির্যাতন চালানো হয়। শ্যামল চক্রবর্তীর বাসভবনের দেয়ালে বঙ্গবন্ধুর ছবি সাঁটানো থাকায় বিএনপি-জামায়াত জোট সরকারের  সশস্ত্র সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা চালিয়ে তাকে ওই ছবি নামিয়ে ফেলার জন্য হুমকি দিলে তিনি তাতে অস্বীকৃতি জানান। ফলে তাকে ও তার পরিবারের অন্য সদস্যদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। শ্যামল চক্রবর্তী  গত এক দশক ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাইশারী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার সৎ ও সুযোগ্য নেতৃত্বে বাইশারী ইউনিয়নে আওয়ামী লীগ সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড়িয়ে সৃশৃঙ্খল,শক্তিশালী  ও আদর্শ সংগঠনে রূপান্তরিত হয়েছে। জাতি গড়ার কারিগর দুঃসময়ের ত্যাগী ও পরীক্ষিত নেতা মুজিব অন্তঃপ্রাণ সিদ্দিকুর রহমান মাষ্টার ও শ্যামল চক্রবর্তী দলীয় মনোনয়ন পেয়ে আবেগাপ্লুত ও দারুণ উচ্ছ্বসিত। এ প্রসঙ্গে তারা দৃঢ় প্রত্যয়ে বলেন, জনগণের অকুন্ঠ ভালোবাসা পেয়ে নির্বাচিত হতে পারলে সলিয়াবাকপুর ও বাইশারী ইউনিয়নকে মাদক,বাল্যবিয়ে,ইভটিজিং,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ,উন্নত-সমৃদ্ধ আলোকিত এক তিলোত্তমা ইউনিয়নে রূপান্তর করা হবে।

মুবার্তা/এস/ই

ফেসবুকে লাইক দিন