Byঃ মুক্তি বার্তা
বরিশালে হোটেল থেকে উজিরপুরের যুবকের মৃতদেহ উদ্ধার: প্রেমিকাসহ আটক-৫
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥
বরিশাল নগরীর নথুল্লাবাদ লুৎফর রহমান সড়ক সংলগ্ন আবাসিক হোটেল শরিফ থেকে আল আমিন নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।
২০ মার্চ শনিবার সকাল ১১ টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। আল-আমিন ঢাকায় একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। সে বরিশালের উজিরপুর উপজেলার পরমান্দ্রসাহা গ্রামের মোস্তফা হাওলাদারের পুত্র। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫জনকে আটক করেছে পুলিশ। ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পরির্দশন করেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মঞ্জুর রহমান, সহকারী পুলিশ কমিশনার(এসি এয়ারপোর্ট) মাসুদ রানা ও এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার। জানা গেছে আল আমিন তার প্রেমিকার সাথে দেখা করতে বরিশালে আসেন এবং আবাসিক হোটেল শরিফ হোটেলের ৪র্থ তলার ১২৬নং রুমে ওঠেন। রুমে ওঠার কিছুক্ষণ পরেই গলায় ফাঁস দিয়েছেন বলে জানান আল-আমিনের প্রেমিকা। হোটেল কর্তৃপক্ষ থানা পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে সিআইডি ও এয়ারপোর্ট থানা পুলিশ এসে আল-আমিনের লাশ উদ্ধার করে। এসময় ঘটনাস্থলে থাকা নগরীর বটতলার টোকাই মানিক,কসাই সুজন, পারভেজ, বিএম কলেজ এলাকার রাব্বি ও আল-আমিনের প্রেমিকাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ প্রসঙ্গে এয়ারপোর্ট থানার ওসি কমলেশ হালদার বলেন, হত্যা না আত্মহত্যা এ বিষয়ে তদন্ত চলছে এবং মৃত্যু রহস্য উদঘাটনে লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মুবার্তা/এস/ই

